ঢাকা, শুক্রবার, ১৭ মে, ২০২৪

ওয়াজিরিস্তানে গোলাগুলিতে চার সন্ত্রাসী নিহত

পাকিস্তানের ওয়াজিরিস্তানের উত্তরাঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী–অধ্যুষিত মির আলী এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে চার সন্ত্রাসীর প্রাণহানি ঘটেছে। দেশটির ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।


আইএসপিআরের বরাতে পাক মিডিয়া দ্য ডনের খবরে জানানো হয়, বুধবার (৩ ফেব্রুয়ারি) নিরাপত্তা বাহিনী মির আলী চত্বরে সন্ত্রাসীদের অবস্থান করতে দেখেছে। পরে সেনা সদস্যরা এলাকাটি ঘিরে ফেলার পর সন্ত্রাসীরা গুলি চালায়। গুলি বিনিময়ের সময় চার সন্ত্রাসী নিহত হন। আইএসপিআর আরও বলছে, ওই সন্ত্রাসীরা মুক্তিপণের জন্য অপহরণ, চাঁদাবাজি, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে অভিযান ও আইইডি বিস্ফোরণে জড়িত। অভিযান চলাকালে চিত্রল এলাকার বাসিন্দা নায়েব সুবেদার আমিন উল্লাহ (৪২) ও লান্দি কোটাল এলাকার সিপাহি শের জামিন (২৪) নিহত হয়েছেন। আরও চার সেনা আহত হয়েছেন।

ads

Our Facebook Page